
রংপুরের কাউনিয়া উপজেলায় বাসচাপায় এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার মীরবাগ কৃষি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা (১৬), তার চাচি রুবি বেগম (৩২) এবং দুই বছর বয়সী চাচাতো ভাই রহমত। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম আহত হন।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহানুর ইসলাম জানান, সকালে আশরাফুল ইসলাম তার ভাতিজি স্নেহাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এবং স্ত্রী রুবিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বের হন। পথিমধ্যে মীরবাগ বেইলি ব্রিজ অতিক্রম করে কৃষি কলেজের সামনে পৌঁছালে বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আশরাফুল গুরুতর আহত হন।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করেছে, তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর