
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে রিকশা ও অটোরিকশার জন্য রুটভিত্তিক নির্ধারিত ভাড়া তালিকা থাকলেও বাস্তবে বেশিরভাগ চালক তা মানছেন না। ফলে প্রতিনিয়ত শিক্ষার্থীদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে এমনই এক ঘটনার শিকার হন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. সোহান। তিনি জানান, কে.আর. মার্কেট থেকে শেষ মোড় পর্যন্ত নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও এক রিকশাচালক তার কাছে ২০ টাকা দাবি করেন।
সোহান বলেন, “এই পথের জন্য ২০ টাকা দাবি করা একেবারেই অযৌক্তিক। প্রশাসন যদি ক্যাম্পাসের অভ্যন্তরে নির্দিষ্ট রিকশা ব্যবস্থার ব্যবস্থা নেয়, তাহলে আমরা এমন হয়রানি থেকে মুক্তি পেতে পারি।”
অভিযোগের বিষয়ে রিকশাচালক মো. নীরব বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ভাড়া নির্ধারণ করেছে তা আমাদের জন্য যথেষ্ট নয়। ময়মনসিংহ শহরে এই দূরত্বে আমরা কমপক্ষে ২০ টাকা ভাড়া নিয়ে থাকি। যাত্রীরা যেন রিকশায় উঠার আগে ভাড়া ঠিক করে নেন, সেটিই ভালো হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মো. মুরসালিন বলেন, “ময়মনসিংহ শহরের তুলনায় ক্যাম্পাসে কোনো যানজট নেই। প্রশাসন দূরত্ব অনুযায়ী রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করেছে। তাই শহরের সাথে তুলনা করে অতিরিক্ত ভাড়া চাওয়া অনুচিত।”
জানা যায়, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে নির্ধারিত রুট অনুযায়ী রিকশা ও অটোরিকশার ভাড়ার তালিকা নির্ধারণ করে। কে.আর. মার্কেট থেকে প্রশাসনিক ভবন, টি.এস.সি, হেলথ কেয়ার সেন্টার, করিম ভবন, বিভিন্ন আবাসিক হল ও অন্যান্য স্থানে রিকশাভাড়া নির্ধারিত হয় ১০ টাকা এবং অটো ভাড়া ৫ টাকা। এ তালিকা বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয়েছে।
তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের নজরদারির অভাবে কিছু রিকশাচালক নিজের মতো করে অতিরিক্ত ভাড়া দাবি করে থাকেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়েই আমরা ক্যাম্পাসে রিকশা ও অটোরিকশার নির্ধারিত ভাড়া চালু করেছি। তবে অনেক চালক ক্যাম্পাসের বাইরে থেকে এসে নিয়ম না মেনে অতিরিক্ত ভাড়া দাবি করে। তাদের সচেতন ও মোটিভেট করার চেষ্টা করছি। তাছাড়া, প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির সময় ভাড়া কিছুটা বাড়তে পারে—সে সময় শিক্ষার্থীদেরও মানবিক হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “যেহেতু বিষয়টি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, তাই রিকশাচালকদের সাথে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর