
হবিগঞ্জের নবীগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মাদকসেবী ও চাঁদাবাজদের হামলা এবং দৌরাত্ম্যের প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে শহরের শহীদ আজমত চত্বর এলাকায় নবীগঞ্জ বাজার চৌমুহনী ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত মঙ্গলবার (৬ মে) নবীগঞ্জ শহরের ব্যবসায়ী বিশ্বজিৎ দাশের প্রতিষ্ঠান ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ আলমগীর মিয়া নামের এক মাদকসেবী হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে এবং কর্ণ দাশ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।
অপরদিকে, রবিবার (১১ মে) কলা কেনাকে কেন্দ্র করে ব্যবসায়ী জগিন্দ্র সরকারের দোকানে সুজন মিয়াসহ ৭-৮ জন যুবক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে গুরুতর আহত জগিন্দ্র সরকারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
একাধিক ঘটনায় মাদকসেবী ও চাঁদাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী আব্দুল আলীম ইয়াছিনী এবং সঞ্চালনায় ছিলেন মুহিবুর রহমান। বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজারের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম চৌধুরী, জায়নাল আবেদীন, অরবিন্দু রায়, মাওলানা শোয়েব আহমদ, অলিউর রহমান অলি, ওয়াহিদুজ্জামান জুয়েল, সৈয়দ জাহির আলী, বাবুল দেব, জাকির হোসেন, সুমন চন্দ্র দাশ, রাজু আহমেদ চৌধুরী, মরিন্দ্র সরকার, মদন শীল, উৎপল দাশ, মুমিন চৌধুরী, শামীম চৌধুরী, রনঞ্জিত ভট্টাচার্য্য, হিমাংশু শেখর ভজন, কায়েদ মিয়া, প্রনয় কুমার দাশ, শান্ত পৌরকায়স্থ, বিশ্বজিৎ দাশ এবং ছাত্রদল নেতা সোগাহ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদকসেবী ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে ব্যবসা পরিচালনায় নানাভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত এসব দুষ্কৃতিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন চলাকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন现场 উপস্থিত হয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ওসির আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ব্যবসায়ীরা দোকানপাট পুনরায় খুলে দেন। এ সময় ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি আস্থা রেখে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর