
আইপিএলে মুস্তাফিজ দল পাওয়ার দিনেই সুখবর পেলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।
লাহোর কিংবা সাকিব এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও একটি বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১৬ দশমিক ৩৬ গড় এবং ১০৭ দশমিক ১৪ স্ট্রাইক রেটে ১৮১ রান করেছেন তিনি। এছাড়া ৭ দশমিক ৩৯ ইকোনোমিতে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
২০১৬ মৌসুমে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচে ৩৫ বলে ৫১ রানের পাশাপাশি এক উইকেট শিকার করেছিলেন সাকিব। পরে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। তবে ইনজুরি ও অন্যান্য কারণে সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি তিনি।
ভারত-পাকিস্তানের মধ্যকার বিরাজমান পরিস্থিতিতে স্থগিত হয়েছিল পিএসএল। তবে আগামী ১৭ মে থেকে ফের মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। বিদেশি ক্রিকেটারদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়ছেন। ঝুঁকির কথা ভেবে পাকিস্তানেও যাচ্ছেন না কেউ কেউ। যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরা পড়েছে পিএসএলে। গুঞ্জন উঠেছে, পর্যাপ্ত বিদেশি ক্রিকেটারের যোগান দিতে সাপ্লিমেন্টারি ড্রাফট করতে পারে পিএসএল ম্যানেজমেন্ট।
সবকিছু ঠিক থাকলে পিএসএল দিয়ে দীর্ঘ ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফের সাকিবকে দেখার সুযোগ পাচ্ছেন তার ভক্তরা। তবে পিএসএল খেলতে বিসিবির কাছে অনাপত্তিপত্র বা এনওসির আবেদনও করতে হবে তাকে। এনওসি মিললে এই টুর্নামেন্টে খেলতে কোনো বাধাই থাকবে না তার।
রার/সা.এ
সর্বশেষ খবর