
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনায় ঢাবিসহ উদ্যান সংশ্লিষ্টদের বৈঠকের পর অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ অভিযান চলছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টা থেকে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই এ অভিযান শুরু হয়। জানা গেছে, টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেকু মেশিন ভাসমান সব দোকান গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে সিটি কর্পোরেশনের ট্রাকের মধ্যে ফেলে। এই অবস্থায় তড়িঘড়ি করে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র যতটা সম্ভব সরিয়ে নিতে দেখা যায়।
এদিকে বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়। তাই আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর