
অভিজ্ঞ চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। আকাশে উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে পড়ে গেলেও, চালকের বিচক্ষণতায় নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি। ফলে রক্ষা পেয়েছে বিমানে থাকা ৭১ জন যাত্রী।
শুক্রবার (১৬ মে) দুপুর ১টার পর কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।
তিনি জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে ওঠার পরই ফ্লাইটটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে বিষয়টি জানানো হয় এবং ফ্লাইটটিকে ইমারজেন্সি অবতরণের প্রস্তুতি নিতে বলা হয়।
ফ্লাইটটি ঢাকার আকাশে কিছু সময় চক্কর দেয়ার পর শুক্রবার দুপুর ২টা ১৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। বিমানের একাধিক প্রযুক্তি বিশেষজ্ঞ জানিয়েছেন, এমন পরিস্থিতিতে জরুরি অবতরণ অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও চালকের দক্ষতা ও ঠাণ্ডা মাথার সিদ্ধান্তই যাত্রীদের প্রাণ রক্ষা করেছে।
এ বিষয়ে একজন পাইলট বলেন, “পেছনের এক চাকাতেও নির্ধারিত কৌশলে বিমান অবতরণ সম্ভব। তবে এর জন্য প্রয়োজন উচ্চমাত্রার অভিজ্ঞতা ও সঠিক সময়োপযোগী সিদ্ধান্ত।”
এর আগে ২০২৩ সালের ৬ মার্চ কলকাতা থেকে ঢাকায় আসার পথে বিমানের আরেকটি ফ্লাইটে মাঝ আকাশে চাকা ফেটে গেলেও তৎকালীন চালক দক্ষতার সঙ্গে সেটিও নিরাপদে অবতরণ করান।
ঘটনার পর ফ্লাইটে থাকা যাত্রীরা এবং তাদের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
সর্বশেষ খবর