
সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর স্মরণে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ মে) রাতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন ও ‘মুক্তির মন্দির সোপান তলে’ গান গাওয়া হয়। সবশেষে সাম্যর সহপাঠী ও অন্যরা স্মৃতিচারণামূলক আলোচনা করেন। শিক্ষার্থীরা ছাড়াও সাম্যর অনুষদের শিক্ষকেরাও স্মরণসভায় যোগদান করেন।
সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নিয়ে সাম্যের সহপাঠী ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মশিউর আলম শুভ বলেন, ‘জুলাইয়ের সময় সাম্যের ছিল বেশ ভালো অংশগ্রহণ ছিল। এই সাম্যের মতো সাহসীদের কারণে আজ নতুন দেশ পেয়েছি এই জাতি। অথচ সাম্যের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমরা এখন পর্যন্ত একমত হতে পারিনি। শাহবাগ থানায় আমরা গিয়েছিলাম কিন্তু দৃশ্যমান কোন অগ্রগতি দেখিনি।
শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে উল্লেখ করে সাম্যের আরেক সহপাঠী সোহেল রানা সাব্বির বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর আমরা এক ক্লাসরুমে পড়েছি। কখনোই তাকে দেখিনি উচ্চস্বরে কথা বলতে। তার হত্যাকাণ্ডে যেই বিষয়টি আমাদের পীড়া দিয়েছে, সেটি হলো আমরা শিক্ষার্থীরা এক হতে পারিনি। যখন কুয়েট আক্রান্ত হয় কিংবা বড় কোন ইস্যু সামনে আসে, আমরা এক হয়ে প্রতিবাদ জানাই। আমরা কয়েকজন বন্ধু এই কয়েকদিন হন্য হয়ে বিচারের দাবিতে ঘুরছি কিন্তু কোন অগ্রগতি দেখছি না। সকলকে অনুরোধ জানাবো, সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাস ও উদ্যান নিশ্চিতে রবিবার ১১টায় শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি রয়েছে, সেখানে দল-মত নির্বিশেষে সকলে অংশ নেবেন বলে, এটি আমার প্রত্যাশা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর