
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিতে দুইদিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। বিচার নিশ্চিত না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (২০ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট গেইটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। এ সময় ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও সাম্যের বন্ধু মশিউর আলম শুভ বলেন, আমরা শুনতে পেয়েছি সাম্যে হত্যার বিচার দ্রুত করার স্বার্থে ডিবি কাজ করছে।তারা আমাদের আশ্বাস করেছে। আমরা সকল দলাদলির ঊর্ধ্বে সাম্য হত্যার বিচার চাই।তাকে নিয়ে যার নোংরা রাজনীতি করছে তাদের ও বিচার চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী সোহলে রানা সাব্বির বলেন, আগামী ২২ বৃহস্পতিবার আমরা অপরাজেয় বাংলার সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।পরবর্তীতে দাবি পূরণ না হলে আমরা সকলে মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে যাত্রা করবো।
এ সময় তারা ৮ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:
১. শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারী সকলকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
২. হত্যার আশপাশের এলাকার সকল সিসিটিভি ফুটেজ মিডিয়ায় প্রকাশ করতে হবে।
৩. ঘটনার সময় হত্যার সহযোগীদের জনতা আটকে পুলিশে সোপর্দ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কিন্তু কোন এক অজানা কারণে পুলিশ তাদের ছেড়ে দেয়। যেসব পুলিশ এই কাজের সাথে যুক্ত তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আসতে হবে।
৪. শাহবাগ থানার পাশেই যে অম্ল ও মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে এর সাথে সম্পৃক্ত সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সর্বোপরি শাহবাগ থানার আসামী ধরার ক্ষেত্রে স্পষ্ট গাফিলতির জবাবদিহিতা করতে হবে।
৫. সাম্যর হত্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতি দৃশ্যমান। তার জানাযার সময়ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলেছে এবং পরের দিন অর্ধ দিবস শোক ঘোষণা করার প্রহসন করেছে। এই ধরনের প্রহসন ও গাফিলতি আমরা আর মেনে নিব না। প্রশাসনকে শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে পাশে থাকতে হবে।
৬. ভিসি, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত ও বিচারের নিয়মিত ফলোআপ নেয়া এবং দেয়ার জন্য সর্বোচ্চ তৎপর থাকতে হবে। এবং সেখানে সাম্যর পরিবার, বন্ধু ও সহপাঠীদের যুক্ত রাখতে হবে।
৭. সাম্যর বিচার নিশ্চিতকরণ কমিটি' করতে হবে যাতে তদন্ত কর্মকর্তা, ভিসি, প্রক্টর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর ডিরেক্টর, শিক্ষক ও সহপাঠীদের প্রতিনিধি যুক্ত থাকতে হবে। আজকের মধ্যে এটা নিশ্চিত করতে হবে।
৮. সাম্যর বিচার নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের যেসব সংগঠনগুলো প্রতিবাদ জানায়নি তাদের আমাদের সাথে এক হয়ে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।
আরমান/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর