
শিক্ষার্থীদের গল্প শোনাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসছেন বিশিষ্ট নজরুল গবেষক, কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবদুল হাই শিকদার। বুধবার (২১ মে) নজরুলজয়ন্তী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
কবি, সাহিত্যিক ও সাংবাদিক আবদুল হাই শিকদারের আগমন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস-উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনকে সাজানো হচ্ছে।
বাংলা বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোশাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
আবদুল হাই শিকদার বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক। তিনি পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুইবারের নির্বাচিত সভাপতি ছিলেন। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তার লেখা বই ও গবেষণা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সাহিত্য-সংস্কৃতির প্রায় সব অঙ্গনে তার রয়েছে সরব পদচারণা। তবে কবি হিসেবেই তিনি বেশি পরিচিত। মানবতা, স্বাধীনতা, জাতীয়তাবাদী চেতনার ধারক এই কবির মুখে সবসময় ধ্বনিত হয়েছে প্রেম, প্রকৃতি, বিশ্বমানবতা, শোষণমুক্ত সমাজ ও বাংলাদেশের সার্বভৌমত্বের কথা। লেখনিতে বাংলাদেশের জাতিসত্তা ও বিশ্বমানবতার কথা প্রকাশ পাওয়ায় কবি আবদুল হাই শিকদারকে ‘জাতিসত্তার কবিও’ বলা হয়ে থাকে।
এছাড়াও নজরুলের ওপর তিনটি তথ্যচিত্ৰ নির্মাণ করেছেন আবদুল হাই শিকদার। স্বাধীন বাংলাদেশের প্রথম নিয়মিত সাহিত্য মাসিক ‘এখন’-এর তিনি মূল স্থপতি। কবিতা, শিশুসাহিত্য, জীবনী, গল্প, গবেষণা, ভ্ৰমণ, চলচ্চিত্র-সব মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা এখন শতাধিক। বাংলাদেশ টেলিভিশনের শিকড় সন্ধানী ম্যাগাজিন ‘কথামালার’ পরিকল্পক, উপস্থাপক। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ অন্যান্য পুরস্কার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর