
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। পিঠের ইনজুরির কারণে তিন ম্যাচের এই সিরিজ থেকে ছিটকে গেলেন টাইগার এই ওপেনার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌম্যের বাদ পড়া এবং মিরাজকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করার খবরটি জানিয়েছে বিসিবি।
প্রায় সপ্তাহখানেক ধরে পিঠের ডান পাশে নিচের দিকে ব্যথায় ভুগছেন সৌম্য। এই চোট থেকে সেরে উঠতে তার ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, 'শারীরিক পরীক্ষার পর জানা গেছে যে তার চোটের জন্য প্রায় ১০ থেকে ১২ দিনের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। এর ফলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি আগামী সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না।'
এদিকে পিএসএলে খেলার জন্য মিরাজ বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। এর আগে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য মিরাজকে বিবেচনা করা হয়নি। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমূুল আবেদীন ফাহিম বুধবার (২১ মে) জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে ঠিক থাকলেও বোলিংয়ে খুব একটা কার্যকরী নন মেহেদী হাসান মিরাজ।
তিনি আরও বলেন, ‘টেস্ট-ওয়ানডের জন্য ঠিক আছে, কিন্তু টি-টোয়েন্টির জন্য মিরাজের বোলিং খুব বেশি ইফেক্টফুল না। তবে ও (মিরাজ) খুব পরিশ্রমী, ওর ব্যাটিং নিয়েও সমস্যা নেই, শুধু বোলিংটা টি-টোয়েন্টির মতো হলে আশা করছি মিরাজ দলে ফিরবে এবং ভালো করবো।’
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৯টি টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পিএসএল শেষ করে জাতীয় দলে যোগ দেবেন এই টাইগার অলরাউন্ডার।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের সবকটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৮ মে সিরিজ শুরু হওয়ার পর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায় আর বাংলাদেশ সময় রাত ৯টায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর