
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামে মো. তাকরিম নামে দেড় বছরের এক শিশু বাড়ির উঠানে গর্তের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার (২৪ মে) বিকেল ৫:৩০ মিনিটের সময় ধামতী (উত্তরপাড়া কাদের মেম্বারের বাড়িতে) ঘটে। সে ধামতী গ্রামের মো. ফরিদ মিয়ার পুত্র।
ঘটনার বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের মত ছোট্ট শিশু বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিল। মাত্র হাঁটা শিখেছে তাকরিম। এক বোন দুই ভাই এর মধ্যে সে ছোট। বড় বোনটি প্রতিবন্ধী। প্রতিদিনের মত বড় বোনের কাছে তাকরিমকে দিয়ে, শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত হয়ে যান। হঠাৎ ছোট্ট শিশুকে না দেখে তাকরিমের মা চারদিকে ছোটাছুটি শুরু করেন।
দীর্ঘদিন আশেপাশের বাড়িঘরে খুঁজার পর, উঠানের গর্তেই ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরো জানান, ৬ মাস আগে নতুন ঘর করতে বাড়ির উঠান থেকে মাটি কেটে ঘরের ভিটায় দেন তারা। গতকালেও শিশুটি গর্তটিতে পড়ে যায়, আজ বাজার থেকে জাল নিয়ে আসেন তার বাবা বেড়া দেওয়ার জন্য। কাজের ব্যস্ততায় বেড়া দেয়া হয়নি। এরই মধ্যে ছোট্ট শিশু তাকরিম না ফেরার পথে পাড়ি জমানো। পরিবারের একমাত্র কোলের শিশুটিকে হারিয়ে শোকে বারবার মূর্চা যাচ্ছেন পুরো পরিবার।
এ বিষয় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, ঘটনার বিষয়ে নিহতের পরিবার থেকে কোন কিছুই জানানো হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর