
পশুর হাটের সার্বিক নিরাপত্তার স্বার্থে হাট ইজারাদার ও হাট পরিচালনা কমিটির দায়িত্বশীলদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে মির্জাপুর থানা পুলিশ।
রোববার (২৫ মে) বিকেল ৫ টায় মির্জাপুর থানা কনফারেন্স কক্ষে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( মির্জাপুর- নাগরপুর সার্কেল) মো. আদদান মুস্তাফিজ। এতে উপজেলার কাইতলা পশুর হাট, দেওহাটা পশুর হাট, হাট ফতেপুর পশুর হাট, মাঝালিয়া পশুর হাটসহ অন্তত ১০টি পশুর হাটের ইজারাদার ও হাট পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর- নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ হাটে দায়িত্ব পালন করা কর্মীদের নির্দিষ্ট পোশাক ব্যবহার, জাল টাকা চিহ্নিতকরণ যন্ত্র সংরক্ষণ, বেশী পরিমাণ টাকা লেনদেন বা পরিবহনের ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে পুলিশের সহযোগিতা গ্রহণের পরামর্শসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
আরমান/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর