
তিন দশকের বেশি সময় পর ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে ছাত্রদলের কমিটি করা হয়েছে। নবগঠিত কমিটিতে জান্নাতুল মর্জিনাকে সভাপতি ও মিশকাতুল জান্নাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মর্জিনা ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মিশকাতুল এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
৭ সদস্যের কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি তাসনিম তাবাসসুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেদা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত নুর ও তাসনিয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক সিদরাতুল মুনতাহা। গতকাল সোমবার ফেনী জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন উল্লিখিত কমিটির অনুমোদন দেন।
সংগঠন সূত্র জানায়, ১৯৯৪ সালে ফ্লোরাকে সভাপতি ও সুমিকে সাধারণ সম্পাদক করে সরকারি জিয়া মহিলা কলেজে ছাত্রদলের কমিটি করা হয়েছিল। তখনকার জেলা সভাপতি ছিলেন শেখ ফরিদ বাহার ও সাধারণ সম্পাদক আতাউল হক অশ্রু।
উল্লিখিত নেতৃত্ব সাংসারিক জীবনে ব্যস্ত হয়ে গেলেও পরবর্তী নেতৃত্ব ওই কমিটি পুনর্গঠন করতে পারেনি। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের অপকর্মের কারণে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির প্রতি অনীহা চলে আসে।
পরিবর্তিত প্রেক্ষাপটে গণতান্ত্রিক ধারায় সুস্থ রাজনীতির চর্চা করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর