
ওয়ার্ল্ড কারাতে অর্গানাইজেশন (ডব্লিউকেও) বাংলাদেশ এবং কেও ফাইট স্টুডিও-এর প্রধান শিহান আবদুল্লাহ মোহাম্মদ হোসেন জাপানের টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ডান গ্রেডিং পরীক্ষায় ৫ম ডান ব্ল্যাক বেল্ট (গো-ডান) অর্জন করেছেন। ডব্লিউকেও শিনকাইকুশিনকাই-এর প্রেসিডেন্ট দাইহিও কেনজি মিদোরি এই গ্রেডিং পরিচালনা করেন।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এই অর্জনের মাধ্যমে শিহান আবদুল্লাহ ৩২ বছরের বেশি সময় ধরে কারাতে প্রশিক্ষণ, অধ্যবসায় এবং আত্মনিবেদনের স্বীকৃতি পেলেন। তিনি এখন বিশ্ব কারাতে অঙ্গনে একজন গুরু ও নেতা হিসেবে পরিচিত। ডব্লিউকেও শিনকাইকুশিনকাই বাংলাদেশ এবং কেও ফাইট স্টুডিও এই অর্জনে গর্বিত। এটি বাংলাদেশের মার্শাল আর্টস জগতে একটি ঐতিহাসিক মাইলফলক।
এই অর্জনে উচ্ছ্বসিত শিহান আবদুল্লাহ বলেন, "এটি আমার জীবনের অন্যতম বড় অর্জন। বাংলাদেশের হয়ে এই সম্মান অর্জন করতে পারাটা গর্বের। আমি আগামী দিনে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের কাইকুশিন কারাতে প্রশিক্ষণ দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।"
আশা করা হচ্ছে, এই সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে ফুল-কন্টাক্ট কাইকুশিন কারাতের প্রতি আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করা শিহান আবদুল্লাহ ১৩ বছর বয়সে মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম ডান ব্ল্যাক বেল্ট অর্জন করেন। তিনি কেও ফাইট স্টুডিও-এর প্রতিষ্ঠাতা এবং ডব্লিউকেও শিনকাইকুশিনকাই-এর বাংলাদেশ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ খবর