
ঈদের রাতে শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও ঢাকার অনেক এলাকায় আজও পড়ে আছে কোরবানির বর্জ্য।
রোববার (৮ জুন) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, অলিগলি, সড়কপাশ ও বর্জ্য স্থানান্তরের কেন্দ্রগুলোতে এখনো রয়ে গেছে দুর্গন্ধ ছড়ানো বর্জ্য।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে জানায়, তাদের আওতাধীন এলাকায় সাড়ে ৯ হাজার টন বর্জ্য সরানো হয়েছে।
দাবি করা হয়, ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী ৮ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণ করেছেন।
কিন্তু আজ সকাল সাড়ে ৭টার দিকে মধ্য পীরেরবাগের ৬০ ফুট সড়কে গিয়ে দেখা যায়, সড়কের অর্ধেকজুড়ে বর্জ্য জমে আছে।
একই অবস্থা মধ্যমণিপুর ও পশ্চিম আগারগাঁওয়েও।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, গতকাল বিকেলের পর থেকে এসব এলাকায় কোনো গাড়ি আসেনি। বর্জ্য এলাকা থেকেই অপসারণ হয়নি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও শনিবার রাতে জানায়, ৭৫টি ওয়ার্ডে ১২ ঘণ্টার মধ্যে ১২ হাজার টন বর্জ্য সরানো হয়েছে। তবে আজ সকাল ৮টার দিকে ধানমন্ডি ৮ নম্বর ও কলাবাগান শিশুপার্ক–সংলগ্ন এসটিএসে গিয়ে দেখা যায়, এখনও বর্জ্য জমে আছে।
স্থানীয় একজন জানান, রাত তিনটা পর্যন্ত কিছু বর্জ্য সরানো হয়েছে, পরে কেউ আসেনি।
আবাহনী মাঠ ও মনেশ্বর সড়কেও দেখা গেছে একই চিত্র। রাস্তার পাশে পড়ে আছে গরুর ভুঁড়িসহ নানা উচ্ছিষ্ট। দুর্গন্ধে নাক চেপে হাঁটছেন পথচারীরা।
মিরপুর, শেওড়াপাড়া, বেনারসিপল্লি, আজিমপুর, নিউ পল্টন লাইনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে বা এসটিএসে এখনও পড়ে আছে কোরবানির বর্জ্য।
সিটি করপোরেশনগুলো রাতেই কাজ শেষ করার দাবি করলেও সকালে দেখা গেল ভিন্ন বাস্তবতা। অনেক জায়গায় এখনও সঠিকভাবে অপসারণ হয়নি ঈদের বর্জ্য।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর