
ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর বোডিং এলাকায় আইএফআইসি ব্যাংকের একটি শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র ব্যাংক থেকে ১৫ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যাংকের নাইটগার্ডসহ তিনজনকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো নাইটগার্ড সিয়াম (২৬), আলামিন হাওলাদার (২৭) ও ইমরান হোসেন (২৬)। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আটকের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকাকালীন নাইটগার্ড সিয়াম ব্যাংকের ভেতরেই অবস্থান করছিল। রবিবার রাতে আইএফআইসি ব্যাংকের সেন্ট্রাল মনিটরিং অফিস থেকে সিসি ক্যামেরা বন্ধ থাকার বিষয়টি নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানায়। ম্যানেজার নাইটগার্ড সিয়ামকে ফোন করে সিসি ক্যামেরা বন্ধ থাকার কারণ জানতে চান।
সিয়াম ম্যানেজারকে জানায় যে, সে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্যাংকের বাইরে ছিল। এই সময়কালে কেউ বা কারা পেছনের দেয়ালের এডজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ভোল্ট ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ নাইটগার্ড সিয়ামকে জিজ্ঞাসাবাদ করলে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করে যে, সে তার সহযোগীদের নিয়ে ব্যাংকের পেছনের দেয়ালের এডজাস্ট ফ্যান ভেঙে চুরির নাটক সাজিয়েছিল। পুলিশের ধারণা, এই ঘটনায় ব্যাংক ম্যানেজারও জড়িত থাকতে পারে।
আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া ১৫ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা দক্ষিণ ডিবির ইনচার্জ সাইদুর রহমান ও কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, এই ঘটনায় অভিযান অব্যাহত আছে এবং অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর