
ইরানের রাজধানীর তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরায়েলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান।
আজ শনিবার ইরান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনও দেশ ইরানের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করে, তবে সেই দেশের পারস্য উপসাগরীয় ঘাঁটিসহ আঞ্চলিক সব সামরিক স্থাপনা, জাহাজ ও নৌবাহিনীর ওপর আঘাত হানা হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই তিনটি দেশ ইসরায়েলকে সহায়তা করে, তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করবে তেহরান।
ইসরায়েলে ইরানি হামলায় নিহতের সংখ্যা আরও একজন বেড়ে তিন হয়েছে বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম। দেশটির বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এই তিন ইসরায়েলি নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের জন্য এটি ছিল একটি কঠিন রাত।
রার/সা.এ
সর্বশেষ খবর