
মির্জাপুরে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা চলন্ত ট্রেনের নিচে থেকে থাবা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ওই যাত্রী ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জাপুর রেলস্টেশনের প্রায় ১০০ গজ পশ্চিমে। আহত জাহিদুল ইসলাম (২৪) নামের ওই যাত্রীকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আহম্মদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
জাহিদুল ইসলাম জানান, তিনি ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে সিরাজগঞ্জের উল্লাপুরে যাচ্ছিলেন। মির্জাপুরে ট্রেনটি যাত্রা বিরতি শেষে ছাড়ার পরপরই কেউ একজন তার হাত ধরে টান দেয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে তিনি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনাটি রেলওয়ে স্টেশন এলাকায় ঘটলে রেলওয়ে পুলিশ বিষয়টি দেখবে। তবুও তারা বিষয়টি খতিয়ে দেখবেন।
সর্বশেষ খবর