
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে র্যাগিংয়ের অভিযোগে তিন জন ছাত্রীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে একজনকে ১২ মাস এবং বাকি দুজনকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রী র্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন 'অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিন'-এর ৭ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। র্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাস এবং একই অনুষদের জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, তিনি এই সংক্রান্ত আদেশ হাতে পেয়েছেন এবং দ্রুতই অভিযুক্তদের কাছে তা পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের অন্যায় সহ্য করা হবে না। র্যাগিং একটি স্পষ্ট অন্যায় এবং তিনি প্রমাণসহ ঘটনাটি উপাচার্যের কাছে উপস্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যায়ের সঙ্গে কোনো আপস করবে না বলেও তিনি জানান।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর