
বড় দলগুলোর থেকে সুযোগ-সুবিধায় অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি শ্রীলঙ্কার থেকেও অনেক দিকে পিছিয়ে আছে তারা। এ নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে তাইজুল ইসলাম কিছুটা আফসোসই করলেন।
তাইজুল বলেন, ‘অবশ্যই একটু আফসোস হয়। আপনারাও দেখছেন এখানকার কীরকম ফ্যাসিলিটিস, এরা কোন ধরনের উইকেটে অনুশীলন করে। আমরাও চাই আমাদেরও এরকম ফ্যাসিলিটিস চাই যেখান থেকে অনেক ক্রিকেটার আসবে এবং প্রতিযোগিতা অনেক বাড়বে।’
নিজে ফাইফার তুললেও দল ভালো জায়গায় নেই। এ ব্যাপারে তাইজুল বলেছেন, ‘ফ্রাস্ট্রেটিং কিনা তা আমি সেভাবে বলতে পারব না। আমার কাছে মনে হয় দেশের বাইরে এসে আমরা ভালো কিছু করলে দল হিসেবে সবারই ভালো লাগে। ক্রিকেটার হিসেবে দল ভালো করলে ভালো লাগাটাই স্বাভাবিক। আমি এটা বলতে পারি যে ভালো কিছু সবাই একসাথে করি তখন বেশি ভালো লাগে আরকি।’
দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতা প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আমি বোলার হয়ত, নিজেও একজন বোলার কাম ব্যাটার। ম্যাচে আমরা ১১ জনই ব্যাটার। অবশ্যই ব্যাটিং একটু খারাপ হয়েছে। প্রথম ইনিংসে যথেষ্ট ভালো ব্যাটার। প্রত্যেকটা ব্যাটার সেট হয়ে আউট হয়েছে। আমাদের কেউ যদি ২টা সেঞ্চুরি, ২টা ফিফটি করতে পারত আমরা হয়ত আজকে ভালো পজিশনে থাকতে পারতাম।’
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর