
ঢাকার আগা খান একাডেমির শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান সরকারের স্টাডি অস্ট্রেলিয়া উদ্যোক্তা চ্যালেঞ্জ ২০২৫ বাংলাদেশ-এ বিজয়ী হয়েছে। গত ২৬ জুন ঢাকায় ফেস্টিভ্যাল অব অস্ট্রেলিয়া অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (অস্ট্রেড) এই ফেস্টিভ্যাল অব অস্ট্রেলিয়ার আয়োজন করে। এটি ছিল অস্ট্রেলিয়ার বিশ্বমানের শিক্ষা এবং খাদ্য ও পানীয় পণ্য প্রদর্শনের প্রথম আয়োজন।
এই প্রদর্শনীতে বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকেরা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান এবং তাদের শিক্ষাবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ারের পরিকল্পনা করতে পারেন। এছাড়া, অনুষ্ঠানে একজন প্রাক্তন শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনার অভিজ্ঞতা বিনিময় করেন।
ফেস্টিভ্যাল অব অস্ট্রেলিয়ার সঙ্গে সঙ্গতি রেখে অস্ট্রেড স্টাডি অস্ট্রেলিয়া উদ্যোক্তা চ্যালেঞ্জ ২০২৫ বাংলাদেশ-এর চূড়ান্ত পর্বের আয়োজন করে। এতে বাংলাদেশি স্কুলের প্রতিনিধিত্ব করা পাঁচটি দল বিচারকদের সামনে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।
স্টাডি অস্ট্রেলিয়া উদ্যোক্তা চ্যালেঞ্জ (SAEC) ছিল অস্ট্রেড আয়োজিত তিন সপ্তাহের একটি হাইব্রিড প্রোগ্রাম। এর মাধ্যমে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধান, উদ্ভাবন এবং নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা অর্জন করার সুযোগ তৈরি হয়।
অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ ও শিল্প নেতাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সবুজ প্রযুক্তি, মানব-কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক কল্যাণে ডিজিটাল রূপান্তরের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়িক সমাধান তৈরি করার জন্য দলবদ্ধভাবে কাজ করে।
ফেস্টিভ্যাল অব অস্ট্রেলিয়াতে বাংলাদেশভিত্তিক আমদানিকারক ও পরিবেশকদের সঙ্গে অংশীদারিত্বে অস্ট্রেলিয়ার তৈরি বিভিন্ন খাদ্যপণ্যও প্রদর্শন করা হয়।
অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মি. ভিক সিং বলেন, "ঢাকায় ফেস্টিভ্যাল অব অস্ট্রেলিয়া আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এটি শিক্ষা ও খাদ্যশিল্পে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব তুলে ধরে। এই উৎসব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ শিক্ষার সুযোগ অন্বেষণ করার সুযোগ সৃষ্টি করবে।"
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর