
রাউন্ড অব সিক্সটিনে আজ মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি। প্রতিপক্ষ সাবেক ক্লাব পিএসজি। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু রাত ১০টায়। আর রাত ২টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি ফ্লামেঙ্গো-বায়ার্ন।
ফ্রান্স ছেড়েছেন দু’বছর আগে। সেখানে সয়মটায়ও কেটেছে বিরক্ত আর তিক্ততায়। এমনই ছিল লিওনেল মেসির, পিএসজি অধ্যায়।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার মুখোমুখির অপেক্ষায় ইন্টার মায়ামি। যেখানে ডাগআউটে প্রতিপক্ষ হিসেবে সাবেক কোচ লুইস এনরিকেকে পাচ্ছেন মেসি, সঙ্গে লড়াইটা গুরু-শিষ্যেরও। বার্সেলোনায় এনরিকের অধীনে খেলেছিলেন বর্তমান মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।
টক্করটা তরুণ আর অভিজ্ঞতার। এদিকে পিএসজি নির্ভর দিজিরে দুয়ে-ব্র্যাডলি বারকোলাদের মত উদীয়মান ফুটবলারদের ওপর। বিপরীতে হিরনদের স্কোয়াডে সাবেক চার বার্সেলোনা সতীর্থ মেসি-সুয়ারেজ-বুসকেটস-আলবাদের মত তারকারা। যাদের ভালো করেই জানা এনরিকের।
পিএসজি কোচ এনরিকে বলেন, বলের সঙ্গে লিওনেল মেসি সবসময় ইউনিক। বুসকেটস, সুয়ারেজ, আলবা এখনো আগের মতোই আছে। মায়ামি কোয়ালিটি ফুটবল খেলে। তাদের প্রেসার দেয়া আমাদের জন্য কঠিন হবে।
মায়ামি কোচ মাশচেরানো বলেন, তারা কি করেছে সেটা নিয়ে ভাবতে চাইনা। সম্ভবত তারা আমাদের থেকে ভালো দল। কিন্তু ফুটবলে কিছু বলা যায় না।
ক্লাব বিশ্বকাপে মেসির আনবিটেন থাকার রেকর্ডটা ধরে রাখতে চায় ইন্টার মায়ামি। ইনজুরি কাটিয়ে পিএসজির অনুশীলনে ফিরলেও এ ম্যাচে খেলবেন না ফরাসি তারকা উসমান দেম্বেলে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর