
টাঙ্গাইলের মির্জাপুরে বন বিভাগের ৭ একর জমি দখলমুক্ত করে সেখানে ৭ হাজার চারা গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিটে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম ও টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (দক্ষিণ) মো. আবু সালেহ।
বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা শাহিনূর রহমান জানান, কুড়িপাড়া বিটের অধীনস্থ তেলিনা মৌজার দুটি দাগে ৭ একর জমি কলাগাছ রোপণের মাধ্যমে দখল করে রাখা হয়েছিল। সম্প্রতি জমিটি দখলমুক্ত করা হয়েছে। এখন ওই জমিতে শালসহ বিভিন্ন দেশীয় প্রজাতির ৭ হাজার চারা রোপণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর