
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৮৩ বোতল ভারতীয় মদসহ শহিদুল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ইসলাম ঢালুকোনা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। আজ মঙ্গলবার দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াবিল ইউনিয়নের দাওধারা ফরেস্ট অফিসের রাস্তার পাশে পাহাড়ি জঙ্গলে মাদকবিরোধী অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-৯ জন ব্যক্তি জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এরপর অভিযান চালিয়ে মাদক কারবারি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। শহিদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর