
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনার অভাবে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শহরবাসী। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত।
সরেজমিনে দেখা গেছে, আঞ্চলিক মহাসড়ক, উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সড়ক, বাজারের কেন্দ্রস্থল, রাস্তাঘাট, অলিগলি ও নদীর পাড়সহ বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে আছে। এতে পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
উপজেলা কমপ্লেক্সের সামনের নাইট চৌমুহনী এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। জুড়ী মডেল একাডেমির কয়েকজন শিক্ষার্থী জানায়, ময়লার স্তূপের পাশ দিয়ে হেঁটে গেলে তাদের বমি আসে এবং তারা অসুস্থ হয়ে পড়ছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করে বলেন, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ময়লা-আবর্জনা ফেলায় পুরো শহর একটি ভাগাড়ে পরিণত হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও কোনো সমাধান পাওয়া যায়নি।
২০০৪ সালে জুড়ী উপজেলা ঘোষণার পর অবকাঠামোগত উন্নয়ন হলেও শহরের সৌন্দর্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে কোনো সরকারি উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা দ্রুত শহরের বাইরে ময়লা-আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন।
জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন জানান, দীর্ঘদিন ধরে যেখানে-সেখানে ময়লা ফেলায় ভাগাড় তৈরি হয়েছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলার মিটিংয়ে আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।
পরিবেশবিদ উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ বলেন, যত্রতত্র ও নদীতে বর্জ্য ফেলায় পরিবেশের বিপর্যয়সহ নদী দূষণ বাড়ছে।
উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর জানান, সরকারি খাস জমি অথবা ব্যক্তি মালিকানাধীন জায়গা পাওয়া গেলে শহরের বাইরে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর