
কুমিল্লা জেলার বরুড়া পৌর এলাকার সাহারপদুয়া গ্রামে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে দিঘিতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের ৯ বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং একই বাড়ির রিপন পোদ্দারের ৮ বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি দিঘিতে গোসল করতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। স্থানীয়দের সহায়তায় শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর