
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচরের জিঞ্জিরাম নদী থেকে শুক্রবার সকালে কুলসুম খাতুন (৯০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
কুলসুম খাতুন কাউয়ারচর গ্রামের মোহাম্মদ মইজুদ্দিনের স্ত্রী এবং কুদ্দুস আলীর মা। পরিবারের লোকজন জানায়, তিনি গত ৩ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধা নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে পড়ে গিয়ে থাকতে পারেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর