
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। শুক্রবার বিকেল চারটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ তেলঘাট এলাকা বরাবর মাঝনদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
যুবকের পরনে কালো ফুল প্যান্ট ও কালো ফুলহাতা শার্ট ছিল। সুরতহাল রিপোর্টে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা জানান, নৌকার এক যাত্রী ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর