
টানা বৃষ্টি ও পানি উন্নয়ন বোর্ডের যথাযথ পদক্ষেপের অভাবে সাতক্ষীরার জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্যঘের, আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। এতে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নদী ও খাল খনন করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পথ সচল রাখার কথা থাকলেও, বাস্তবে খাল ও নদীর তলদেশ না কেটে পাড় উঁচু করে কৃত্রিম গভীরতা দেখানো হয়েছে। এছাড়া খালের প্রশস্ততা কমানোর কারণে বর্ষার পানি লোকালয়ে জমে থাকছে।
পুরাতন সাতক্ষীরার ডাঙিপাড়া এলাকার সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়কের পূর্বপাশে রামচন্দ্রপুর বিলের পানি ঢুকে অর্ধশতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। কামালনগর এলাকার জহুরুল বলেন, ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় তাদের ভোগান্তি বেড়েছে।
পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান জানান, অতিবৃষ্টির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তারা পানি উন্নয়ন বোর্ডকে নিষ্কাশন ব্যবস্থা সচল করার কথা বলেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জলাবদ্ধতা নিরসনে ঘের মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের পদক্ষেপ নেওয়া হবে এবং ভবিষ্যতে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর