
টাঙ্গাইলের বাসাইলে সোমবার (১৪ জুলাই) পালিত হয়েছে ৩৫তম বিশ্ব জনসংখ্যা দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।
এ উপলক্ষে বাসাইল উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর সকাল সাড়ে দশটায় পরিবার পরিকল্পনা ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করে। বাসাইল পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকলিমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়া ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীক।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ কাশিল, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী পিংকি রানী ভট্টাচার্য্য, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শিল্পী খান, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক আশরাফুল আলম এবং শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মুক্তি আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর