
বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর বারোটায় রাজধানীর হাজারীবাগ থানাধীন শিকদার মেডিকেল সংলগ্ন মাঝনদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বসিলা নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরমান হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল, তবে গায়ে কোনো কাপড় ছিল না। সুরতহালের সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
মরদেহটির পরিচয় শনাক্তের জন্য পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর