
রাজধানীর কলাবাগান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. ইয়ামিন সিদ্দিকী নিশাত (৩২) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। সোমবার গভীর রাতে কলাবাগান থানাধীন ২৩/১ উত্তর ধানমন্ডি, সোহান নাহার ভিলার নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন সামিউল বাছির ও কলাবাগান থানার এসআই (নিরস্ত্র) তারেক মোহাম্মদ মাসুদের নেতৃত্বে একটি যৌথ দল সোমবার রাত ১টা ২০ মিনিটে কলাবাগান সেন্ট্রাল রোডে অবস্থান নেয়। রাত ১টা ৩০ মিনিটে তারা উল্লেখিত বাসার সামনে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ইয়ামিন সিদ্দিকী নিশাত পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীর মা মোছাঃ আনোয়ারা বেগম এবং বাড়ির ম্যানেজার মো. মনিরুজ্জামান ও মনির হোসেন সহ উপস্থিত সাক্ষীদের সামনে ইয়ামিন সিদ্দিকী নিশাতের কক্ষের খাটের নিচ থেকে একটি দেশীয় পিস্তল এবং একটি ম্যাগজিন সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ইয়ামিন সিদ্দিকী নিশাত দীর্ঘদিন ধরে কলাবাগান এলাকায় অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রেখে মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। সে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত।
কলাবাগান থানা সূত্রে জানা গেছে, ইয়ামিন সিদ্দিকী নিশাতের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ১৭ জানুয়ারি কলাবাগান থানার একটি মামলায় (নং-৬/৬) দাঙ্গা, মারামারি, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও চুরির অভিযোগ ছিল। এছাড়া, ২০২০ সালের ১৪ মার্চ শেরেবাংলা নগর থানার একটি মামলায় (এফআইআর নং-৩৩/১০১) এবং ২০১৯ সালের ৬ মে কলাবাগান থানার অপর একটি মামলায় (এফআইআর নং-২/৪১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৮ সনের অস্ত্র আইনের 19A ধারায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর