
জারবেরা ফুলের সৌন্দর্য ধরে রাখার নতুন দিগন্ত উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। তারা চা পাতার নির্যাস থেকে পরিবেশবান্ধব সিলভার ন্যানোকণা তৈরি করে জারবেরা ফুলের জীবনকাল প্রায় দ্বিগুণ করতে সক্ষম হয়েছেন।
জার্মান উদ্ভিদবিজ্ঞানী ট্রগোট জার্বারের নামানুসারে এই ফুল বিশ্বজুড়ে বার্বার্টন ডেইজি, আফ্রিকান ডেইজি বা ট্রান্সভাল ডেইজি নামেও পরিচিত। বর্তমানে এটি বাণিজ্যিকভাবে চাষ হওয়া শীর্ষ দশটি কাটফুলের মধ্যে অন্যতম।
গবেষকরা বলছেন, চা পাতার নির্যাসে তৈরি সিলভার ন্যানোকণা ফুলের দেহে জীবাণুর বিস্তার রোধ করে এবং পানির শোষণ বাড়িয়ে ফুলকে দীর্ঘ সময় সতেজ রাখতে সহায়ক।
বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এই গবেষণায় একই বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আরেফিন যুথি সহ আরো কয়েকজন গবেষক ছিলেন।
অধ্যাপক আলমগীর হোসেন জানান, জারবেরা ফুল কাটার পর দ্রুত শুকিয়ে যায়। কাটার পর ইথিলিন নামক উদ্ভিদ হরমোন উৎপাদনের কারণে ফুল দ্রুত বুড়িয়ে যায়। সিলভার ন্যানোকণা ইথিলিন তৈরিতে বাধা দেয়, ফলে ফুল দীর্ঘজীবি হয়।
সহকারী অধ্যাপক সাদিয়া আরেফিন যুথি জানান, চা পাতার নির্যাস দিয়ে তৈরি রূপার ন্যানোকণাকে পাঁচটি মাত্রায় প্রয়োগ করে দেখা গেছে, ১০ পিপিএম (ppm) রূপার ন্যানোকণা সবচেয়ে কার্যকর। এই মাত্রা জারবেরা ফুলের স্থায়িত্ব ৬২.২২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে। এছাড়া ফুলের সতেজ ওজন, পানির শোষণ এবং রঞ্জক পদার্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ে।
গবেষণায় দেখা গেছে, এই ন্যানোকণার প্রয়োগে ফুলদানির পানিতে কোনো জীবাণু জন্মাতে পারেনি এবং গাছের কাণ্ডে পানি চলাচলের পথও বন্ধ হয়নি।
গবেষকরা জানান, ফুল কাটার পর ন্যানোকণা মিশ্রিত পানি স্প্রে করলে অথবা ওই পানিতে ফুলের কাটা অংশ ডুবিয়ে রাখলে ফুলের জীবনকাল বাড়ানো সম্ভব।
ড. আলমগীর হোসেন জানান, বাণিজ্যিকভাবে এই প্রযুক্তি ব্যবহার করলে এর খরচ অনেক কম হবে। পরিবেশবান্ধব এই রূপার ন্যানোকণা শুধু জারবেরা নয়, অন্যান্য ফুলের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।
'চা পাতার নির্যাস ব্যবহার করে রূপার অণুকণার পরিবেশবান্ধব সংশ্লেষণ, বৈশিষ্ট্য নির্ধারণ ও জারবেরা ফুলের স্থায়িত্বে এর প্রয়োগ' শীর্ষক এই গবেষণাটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক জার্নাল 'পোস্টহারভেস্ট বায়োলজি এবং টেকনোলজি' তে প্রকাশিত হয়েছে। গবেষণাটিতে অর্থায়ন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর