
টাঙ্গাইলের মির্জাপুরে সাদিয়া টেক্সটাইল নামক একটি প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি নদী ও খালে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামুর্কী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে ব্যারিস্টার আকিব খান চৌধুরী বলেন, সাদিয়া টেক্সটাইল কারখানাটি নিয়মিত অপরিশোধিত রাসায়নিক বর্জ্য খাল ও নদীতে ফেলছে, যা পরিবেশের জন্য হুমকি। বর্জ্য মিশ্রিত পানি নদীতে পড়ায় মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে।
এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন জামুর্কী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী এজাজ চৌধুরী, মির্জাপুর প্রেস ক্লাবের সদস্য শামীম আল মামুন চৌধুরী, রুবেল, মমিনুল ইসলাম, শেখ হেলাল প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর