
উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত ও আগুনে দগ্ধের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে এই ঘটনায় শোকে পুড়ছে পুরো দেশ। এর মাঝে বিমান বিধ্বস্ত ঘটনা নিয়ে আবেগঘন পোস্ট করেছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে বার্তা দিয়েছেন তিনি।
পোস্টে সাকিব লিখেছেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।
তিনি বলেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।
তিনি আরও লিখেছেন, আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।
প্রসঙ্গত, আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়।
বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। ওই সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। যেখানে ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর