
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) মাঠে নামে টাইগাররা। এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে পাকিস্তান। ফলে জয়ের জন্য ১৭৯ রান করতে হবে লিটন বাহিনীর।
এর আগে, মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলা শুরু হয়। টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক। গত ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে আসে পাঁচটি পরিবর্তন। আগে ব্যাটিংয়ে নেমে দুই পাক ব্যাটার ভালো শুরু করেন। দুই ওপেনারের ব্যাটে ভর করে বিনা উইকেটে ৫০ রান করে সালমান আগার দল।
৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান করে সফরকারীরা। শাহিবজাদা ও সাইম আইয়ুব দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় নাসুমের বলে সাজঘরে ফিরেন সাইম আইয়ুব। সাজঘরে ফেরার আগে ২১ রান করেন তিনি। সাইম আউট হলেও অন্য ওপেনিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নেন শাহিবজাদা। কিন্তু এই পাক ওপেনারকেও বেশি দূর যেতে দেননি টাইগার স্পিনার নাসুম আহমেদ। নাসুমের বলে ৪১ বল খেলে ৬৩ রান করেন তিনি। তার ইনিংসে ৫টি ছয় ও ৬টি চারের মার ছিলো।
এছাড়া মোহাম্মদ হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান আগা ১২ ও মোহাম্মদ নাওয়াজ ৩০ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৩উইকেট ও নাসুম ২ উইকেট এবং শরিফুল ও সাইফউদ্দিন ১টি করে উইকেট তুলে নেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর