
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “গণঅভ্যুত্থানে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নির্বাচনের আগেই বাকি অস্ত্র উদ্ধার হবে বলে আশা করি। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর। কারণ, নির্বাচনে বড় স্টেকহোল্ডার হিসেবে তাদেরই মূল ভূমিকা রাখতে হবে।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে তিনি র্যাব-১১ সদর দপ্তরও পরিদর্শন করেন।
তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলোর তদন্তে অগ্রগতি হচ্ছে। তবে একটি বড় সমস্যা হলো— এসব মামলায় অগণিত ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। ফলে তদন্ত কিছুটা বিলম্বিত হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে— নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন। তাই সুষ্ঠু তদন্ত শেষে যথাযথ অভিযোগপত্র দাখিল করা হবে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সবসময় সত্য প্রকাশ করবেন। এতে কোনো বিভ্রান্তি থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কেবল সত্য তথ্যই প্রকাশ করা হয়, যাতে জনগণ সঠিকভাবে অবগত থাকতে পারে। কিছু স্বার্থান্বেষী মহল সবসময় সমস্যার সৃষ্টি করবে— এটা স্বাভাবিক। তবে আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিভেদ নেই। আমাদের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা, আর রাজনীতিবিদদের কাজ হলো জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।”
এ সময় উপস্থিত ছিলেন— র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর