
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গঠন করলে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার অর্থহীন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের সময় অনেকেই ভালো অবস্থানে গেছেন, কেউ হয়েছেন মন্ত্রী, কেউ দখলে নিয়েছেন ব্যবসা-বাণিজ্য। কিন্তু যারা দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন, তাদের কথা কেউ ভাবেনি।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার শিশুদের উন্নয়ন কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে।
গুম কমিশনের প্রতিবেদন নিয়ে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, “যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আমাদের আছে। তাদের জন্য কিছু না করলে আমরা সবাই দায়ী থাকব।”
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর