
বাগেরহাটের মোড়েলগঞ্জের তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির বিরুদ্ধে খেজুরতলা খালে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ, এই প্রভাবশালী নেতা প্রভাব খাটিয়ে গোমাখালী খালের ব্রিজ নির্মাণের নামে খাল আটকে উত্তোলিত বালু ভরাট করছেন। অপরিকল্পিত ও অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে খাল তীরবর্তী এলাকায় হুমকিতে পড়েছে কৃষিজমি, ঘের, বসতবাড়িসহ স্থানীয় বাসিন্দারা। বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় ক্ষতিগ্রস্তরা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কেউ প্রতিবাদ করলেই স্থানীয় প্রভাবশালী এই বিএনপি নেতার হামলা ও মারধরের শিকার হতে হয়েছে।
তেলিগাতী ইউনিয়ন ছাত্রদল নেতা পারভেজ শেখ জানান, গোমাখালী খালের ব্রিজ নির্মাণ কাজে জড়িত তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি। গত দুই সপ্তাহ আগে জানতে পারেন, ব্রিজ নির্মাণের জন্য খেজুরতলা খালে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তিনিসহ স্থানীয় ফোরকান শেখ, আলামিন শেখ, রাহাত শেখ, শান্ত শেখ, হানিফ শেখ বদিউজ্জামান বদির কাছে যান। তাঁকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে নিষেধ করলেই তিনি তাঁদের উপর ক্ষিপ্ত হন ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে ঢুলিগাতি বাজারে লোকজনের মধ্যে ফোরকান শেখ ও আলামিন শেখকে মারধর করেন এই বিএনপি নেতা। পারভেজ শেখ আরও জানান, গত বছরের আগস্টের পাঁচ তারিখে স্বৈরাচারী সরকার পতনের পর থেকেই স্থানীয় ইয়ারুল নামে এক ব্যক্তি কিছু অসাধু বিএনপি নেতার সঙ্গে সখ্যতা গড়ে তুলে প্রভাব খাটিয়ে চালিয়ে যাচ্ছে এই অবৈধ বালু উত্তোলনের ব্যবসা। তিনি এই ধরনের কাজের সঙ্গে জড়িত সকল ব্যক্তির শাস্তি দাবি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত এক সপ্তাহ ধরে খেজুরতলা খালে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তাঁরা কয়েকজন মিলে বালু উত্তোলনে নিষেধ করলেও তাঁরা কর্ণপাত করেননি। তাঁরা আরও জানান, বেশি কিছু বলতে গেলে জীবন শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, তাই ক্ষতি হলেও বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে।
এ বিষয়ে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি বলেন, বালু উত্তোলনসহ ব্রিজ নির্মাণের বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন সকল নেতাকর্মীই জানে। তিনি কোনো চাঁদাবাজি করেন না, সংগঠন চালানোর স্বার্থে এই কাজ করছেন।
মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পেয়েছেন। ভূগর্ভস্থ থেকে কেউ বালু উত্তোলন করতে পারবে না। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর