
ওভালের ঐতিহাসিক টেস্টে টানটান উত্তেজনার পর মাত্র ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল ভারত। পঞ্চম ও শেষ দিনে মাত্র ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের, হাতে ছিল ৪ উইকেট। কিন্তু মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণের দুর্দান্ত বোলিংয়ে ভারতের হয়ে গেল অবিশ্বাস্য এক জয়।
শেষ ইনিংসে ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড থেমে যায় ৩৬৭ রানে। জয়ের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় রুট-ব্রুক জুটি। রুট করেন ১০৫ আর হ্যারি ব্রুক ১১১, কিন্তু তাদের শতকও রক্ষা করতে পারেনি ইংল্যান্ডকে।
ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ছিলেন দুর্দান্ত—৩০.১ ওভারে ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। কৃষ্ণও নেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। সিরাজের হাত ধরেই আসে ম্যাচ নির্ধারণী উইকেট, যখন গাস অ্যাটকিনসন বোল্ড হয়ে যান মাত্র ৭ রানে।
ভারতের দ্বিতীয় ইনিংসে তিন ব্যাটারের ইনিংস গড়ে দেয় জয়ের ভিত। যশস্বী জয়সওয়াল খেলেন ১১৮ রানের অনবদ্য ইনিংস, আকাশ দীপ চমকে দেন ৬৬ রান করে আর ওয়াশিংটন সুন্দর মারেন ৫৩ রানের ঝড়ো ইনিংস। প্রথম ইনিংসে ২২৪ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ৩৯৬, ইংল্যান্ডের সামনে দাঁড় করায় ৩৭৪ রানের বিশাল লক্ষ্য।
এই জয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২-২ ব্যবধানে ভাগ করে নেয় দুই দল। ম্যাচটি ছিল ক্রিকেট রোমাঞ্চের এক জীবন্ত উদাহরণ—যেখানে শেষ বল পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি ফলের ব্যাপারে।
ম্যাচ সারসংক্ষেপ:
ম্যাচ: ভারত বনাম ইংল্যান্ড, ৫ম টেস্ট (ওভাল)
ফল: ভারত জয়ী ৬ রানে
সিরিজ ফলাফল: ২-২ সমতা
ভারত
১ম ইনিংস: ২২৪
২য় ইনিংস: ৩৯৬
– যশস্বী জয়সওয়াল ১১৮
– আকাশ দীপ ৬৬
– ওয়াশিংটন সুন্দর ৫৩
ইংল্যান্ড
১ম ইনিংস: ২৪৭
২য় ইনিংস: ৩৬৭
– জো রুট ১০৫
– হ্যারি ব্রুক ১১১
সেরা বোলার (ভারত)
– মোহাম্মদ সিরাজ: ৫/১০৪
– প্রসিদ্ধ কৃষ্ণ: ৪/১২৬
ম্যাচ সেরা: মোহাম্মদ সিরাজ
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর