
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, গাজা সিটির বাসিন্দাদের পুনর্বাসনের ইসরায়েলি পরিকল্পনা স্থানীয় কয়েক লাখ মানুষের জন্য নতুন ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির শামিল। সূত্র: রয়টার্স।
রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে হামাস জানায়, দক্ষিণ গাজায় তাঁবু ও আশ্রয়কেন্দ্র স্থাপনের যে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, তা নির্লজ্জ প্রতারণা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে বাসিন্দাদের সরিয়ে দক্ষিণ গাজায় নিরাপদে রাখার জন্য তারা তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নিয়েছে।
তবে হামাস বলছে, মানবিক সহায়তার নামে এই উদ্যোগ আসলে একটি ভয়াবহ অপরাধ ঢাকার 'কৌশল'।
ইসরায়েল এরই মধ্যে জানিয়েছে, তারা গাজা সিটির উত্তর অংশে নতুন সামরিক অভিযান চালিয়ে ওই এলাকা দখলে নেওয়ার পরিকল্পনা করছে। প্রায় ২২ লাখ মানুষের বসবাস এই ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় নতুন অভিযানের খবরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে আটক করে। বর্তমানে বন্দীদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা করছে ইসরায়েল।
অন্যদিকে, ইসরায়েলের টানা হামলায় এ পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। চলমান যুদ্ধ গাজায় ভয়াবহ ক্ষুধা সংকট, ব্যাপক বাস্তুচ্যুতি এবং অবকাঠামো ধ্বংস ডেকে এনেছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর