
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনটি উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপনের কর্মসূচীও পালন করেছে দলটি।
বুধবার (২০ আগস্ট) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও একটি র্যালি মির্জাপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মির্জাপুর উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও এই আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোবারক হোসেন মিতুল।
উপজেলা শাখার সদস্য সচিব ওয়াজেদ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর