
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দুই সপ্তাহ পার হলেও এখনো অধরা মূল পরিকল্পনাকারী ও অর্থদাতারা। ন্যায়বিচার নিশ্চিত করা ও দুই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান নিহত তুহিনের পরিবার।
শোকাহত স্ত্রী ফরিদা বেগম মুক্তা বলেন, “আমার দুই সন্তান বাবাকে হারিয়েছে, কিন্তু ন্যায়বিচার থেকেও তারা যেন বঞ্চিত না হয়। যারা হত্যার ছক এঁকেছে ও অর্থ জুগিয়েছে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা চাই নেপথ্যের শক্তিগুলোও আইনের আওতায় আসুক।”
গাজীপুর মহানগরের সাংবাদিক সমাজের পাশাপাশি তুহিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) আখতার উল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তারা নিহত তুহিনের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
এসপি আখতার উল আলম বলেন, “তুহিনের দুই সন্তানের পাশে থাকতে পেরে আমি ধন্য।” সিটি প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী দোয়া মাহফিলে বলেন, “এই দুই শিশুর চোখে তুহিনের স্বপ্ন। আমরা সেই স্বপ্নকে মরতে দেব না।” জিএমপি কমিশনার নাজমুল করিম খান বলেন, “তুহিন ছিলেন সাহসী সাংবাদিক। তার পরিবারের পাশে থেকে আমরা বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করবো।”
তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা জানান, শিগগিরই তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ৭ দফা দাবি জানাবেন। দাবিগুলো হলো— হত্যার দ্রুত বিচার সম্পন্ন করা, নেপথ্যের নির্দেশদাতা ও অর্থদাতাদের গ্রেফতার, দুই সন্তানের শিক্ষা-নিরাপত্তা ও ভবিষ্যৎ গঠনে রাষ্ট্রীয় সহায়তা, পরিবারের ক্ষতিপূরণ প্রদান, নিরাপত্তা নিশ্চিত করে হুমকিমুক্ত জীবনযাপন, তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা, এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন।
হত্যায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মিজান ওরফে কোপা মিজান, তার স্ত্রী গোলাপি, মো. স্বাধীন, আল-আমিন, শাহজালাল, ফয়সাল হাসান, সুমন, শহিদুল্লাহ ও আরমানকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত কর্মকর্তাদের মতে, তাদের কেউই মূল পরিকল্পনাকারী নন।
সাহসী সাংবাদিক তুহিন আর নেই, কিন্তু তার অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি ও সত্য বলার দৃঢ়তা আজও অনুপ্রেরণা হয়ে আছে। প্রশাসনের মানবিক সহায়তা প্রশংসনীয় হলেও পরিবারের প্রত্যাশা—মূল হোতারা গ্রেফতার ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিচার প্রক্রিয়া অপূর্ণই থেকে যাবে।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর