
বুড়িগঙ্গায় আধ ঘন্টার ব্যবধানে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। ধারণা করা হচ্ছে তারা সম্পর্কে মা ও ছেলে। উদ্ধারকৃত নারীর বয়স ৩৫ ও শিশুটির বয়স ৩-৪ বছর। এ সময় উদ্ধারকৃত নারীর পরনে ছিল সালোয়ার কামিজ এবং গলায় বোরকার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল। আর উদ্ধারকৃত শিশুটির গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাদেরকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ) দুপুর সাড়ে বারোটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকার কোন্ড স্টোরেজ ঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় প্রথমে নারীর মরদেহ ও এর ঠিক ২০ মিনিট পর আরো ২০০ গজ দূরে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ সোহাগ রানা জানান, নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ফিরে আসার পথে শিশুটির মরদেহ দেখতে পাই। সুরতহালের সময় আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তাদের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। ইতিমধ্যে ১৫ দিন ধরে নিখোঁজ থাকা এক নারীর পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে। পরিচয় নিশ্চিত তাদেরকে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিচয় নিশ্চিত হলে বিস্তারিত পরে জানাতে পারব। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর