
টাঙ্গাইলের মির্জাপুরে একযোগে ৯টি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব মো. আব্দুল বাতেন স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটিগুলোকে অনুমোদন দেওয়া হয়।
সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ।
এতে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে মারুফ ইসলামকে সভাপতি ও আজমান আলীকে সাধারণ সম্পাদক, বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ শাখায় মিজানুর রহমান সভাপতি ও নাসির মিয়া সাধারণ সম্পাদক, বংশাই স্কুল অ্যান্ড কলেজ শাখায় সায়েম আহমেদ সভাপতি ও পলাশ সাধারণ সম্পাদক, রাজাবাড়ি কলেজ শাখায় মিঠুন সিকদারকে সভাপতি ও সিফাত আহমেদকে সাধারণ সম্পাদক, ভাওড়া স্কুল অ্যান্ড কলেজ শাখায় রবিন আহমেদকে সভাপতি ও জুবায়েল মিয়াকে সাধারণ সম্পাদক, নতুন কহেলা কলেজ শাখায় জসিম মিয়াকে সভাপতি ও অন্নার্সকে সাধারণ সম্পাদক, ড. আয়শা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজ শাখায় উমর ফারুককে সভাপতি ও নাহিদ মিয়াকে সাধারণ সম্পাদক, গ্রাম বাংলা বিজনেজ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজ শাখায় আজমান হোসেনকে সভাপতি ও সাবিদ মিয়াকে সাধারণ সম্পাদক, এবং মির্জাপুর মহিলা কলেজ শাখায় সীমা আক্তারকে সভাপতি ও রিতা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সর্বশেষ খবর