
টাঙ্গাইলের মির্জাপুরে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ পুলিশের সাথে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ের সুযোগ পান।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মির্জাপুর থানার অভ্যর্থনা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিতরা বিশেষত মাদক, জুয়া, ইভটিজিং বিষয়ে তাদের এলাকার সমস্যা তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে আলোচিত বিষয়গুলো নিয়ে কাজ করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ( মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজ। এছাড়া অন্যান্যের মধ্যে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.সালাউদ্দিন, উপ-পরিদর্শক রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মান-অভিমান কিংবা শুধু সমালোচনা নয়। সবাইকে এগিয়ে আসতে হবে, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশ তার সর্বোচ্চটা দিয়ে মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর