টাঙ্গাইলের মির্জাপুরে হোটেল বয়ের অন্তরালে ইয়াবার ব্যবসা করে আসছিলেন রাসেল মিয়া (২৩)। কিন্তু গোপন তথ্যে ভিত্তিতে তাকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে মির্জাপুর পৌর শহরের মসজিদ মার্কেট এলাকায় অবস্থিত রোজ গার্ডেন নামক হোটেলে অভিযান পরিচালনা করে তাকে ৮৭ পিস ইয়াবাসহ আটক করে যৌথবাহিনী।
আটক রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চাঁনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
মির্জাপুর ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রাসেলের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর