
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে থাকার কোনো অধিকার রাখে না। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি বারবার অবৈধ নির্বাচনের বৈধতা দিয়ে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে আমাদের এ ধরনের পরিস্থিতি দেখতে হবে, তা কল্পনাও করিনি। ফ্যাসিস্টদের বিচার দাবি করার কারণে এখন আমাদেরই সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতিত হতে হচ্ছে। গণঅভ্যুত্থানের শক্তিকে দুর্বল করে দেওয়ার পরিকল্পনা চলছে।”
তিনি আরও বলেন, জাতীয় পার্টি কেবল গত ১৬ বছর ধরেই নয়, ৯০-এর পরাজিত শক্তি হিসেবেও জনগণের সঙ্গে বেইমানি করেছে। “৯০-এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল, কিন্তু পরে রাজনৈতিক আপসে তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়েছিল। সেই ভুল আর করা হবে না।”
এনসিপির আহ্বায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা তাদের সহযোগীরা যদি আবার ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তাদের সবাইকে বিচার ও জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে। বাংলাদেশের মাটিতে তাদের কোনো স্থান হবে না।”
তিনি সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে পারে এমন কোনো শক্তিকে সহায়তা করা যাবে না। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের এই পরিস্থিতি এসেছে। আমরা নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”
সর্বশেষ খবর