টাঙ্গাইলের মির্জাপুরে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রি বা ওএমএস (Open Market Sale)-এর আওতায় সুলভ মূল্যে প্রদত্ত আটার জন্য সাধারণ মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। অনেক সুবিধা প্রত্যাশীকে শূন্য হাতে ফিরে যেতে দেখা গেছে।
মির্জাপুর পৌরসভায় ওএমএস-এর দুটি ডিলার পয়েন্টে সরেজমিনে ও খবর নিয়ে জানা গেছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র অনুযায়ী, ২৪ টাকা কেজি দরে জন প্রতি ৫ কেজি করে আটা বিক্রি করছেন ডিলাররা। প্রথম দিনে উপজেলার দুইজন ডিলারকে ৫০০ কেজি করে আটা বরাদ্দ দেওয়া হয়েছে।
মির্জাপুর পৌরসভার জহুরবাড়ী মোড়ে অবস্থিত ডিলার পয়েন্টে গিয়ে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। সেখানে বেলা ১২টার মধ্যে বরাদ্দকৃত ৫০০ কেজি আটা প্রায় শেষ হয়ে যায়। এতে আটা কিনতে এসে ব্যর্থ হওয়াদের মধ্যে হট্টগোল লেগে যায়।
মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ডিলার শফিকুল ইসলাম বলেন, "আজকে যারা আটা কিনতে এসে ফিরে গেছেন, তাদের কাছে পরবর্তী দিনে অগ্রাধিকার ভিত্তিতে আটা বিক্রি করা হবে।"
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবি আক্তার বলেন, "প্রতি উপজেলার জন্য ১ টন আটা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা ওই বরাদ্দ দুইজন ডিলারকে সমানভাবে ভাগ করে দিয়েছি।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর