
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ার জেরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
জানাগেছে, উপজেলার সন্তোষপুর গ্রামের দক্ষিণ পাড়া এলাকার চৌধুরী মিয়ার ছেলে মোহাম্মদ গাজী মাহমুদ (২২) প্রতিদিন রাবার বাগানে প্রতিদিন গরু চড়াতো। এ সুবাদে বন্ধুত্ব গড়ে উঠে প্রতিবেশী ঘাতক আব্দুল আলিমের সঙ্গে। উভয়ের মধ্যে বন্ধুত্ব হওয়ায় মাঝেমধ্যেই টাকা পয়সা ধার দেওয়া নেওয়ার একটা রসম ছিল তাদের।
গত মঙ্গলবার ধার দেওয়া ৫০০ টাকা চাইতে গেলে গাজী মাহমুদকে বেধড়ক মারপিট করে আলিম। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেন।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারে আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাল্যবন্ধু ফরহাদ হোসাইন ফরাজী বলেন, গাজী আমার বাল্য বন্ধু ছির। ছোট বেলা থেকেই গাজী খুব নম্র ভদ্র। নৃশংস হামলায় সে নিহত হয়েছে। হত্যায় জড়িত আসামীকে অতিদ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
বড় বোন মোছা. হারিছা খাতুন বলেন, আমার ভাইকে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল করে নিয়ে আলিম কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মা শমলা আক্তার বলেন, আমার আদরের পোলাডারে কেমনে মারলো? আমার সহজ সরল নিরীহ পোলাডারে ডাইক্যা নিয়া মারলো, আমার ছেলে হত্যার বিচার চাই।
স্থানীয়রা জানান, আলিম খুবই খারাপ প্রকৃতির ছেলে। তার মায়ের তালাক হওয়ায় সে তার মায়ের সঙ্গে মামার বাড়ি থাকে । তার অপকর্মে স্থানীয়রা অতিষ্ঠ ছিলেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে রাতেই বাড়িতে নিয়ে আসার কথা জানান স্বজেনরা।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর